হবিগঞ্জের মাধবপুরে ১ সন্তানের জননীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের স্বামীর বাড়ীর রান্নঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের রফিক মিয়ার কন্যা শিউলি আক্তর (২৪) গত ২ বছর পূর্বে সোয়াবই গ্রামের ময়দর আলী সর্দারের কাতার প্রবাসী পুত্র খোকন মিয়ার সহিত বিবাহ হয়।
বিবাহের পর তাদের কূলজুড়ে আসে একটি ছেলে সন্তান। যার বর্তমান বয়স ৯ মাস। ছোট্ট শিশু বাচ্চাকে রেখে মায়ের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এলাকায়।
সোমবার (৬ জুলাই) সকালে খরব পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোরশেদ আলম লাশ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময়ে বাড়ীর লোকজন অনুপুস্থিত ছিল। পুলিশ মৃত্যুর প্রকৃত কারন খোঁজে বের করার চেষ্টা চালিয়েছে।