রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বুধবার সকালে শাহানাজ আক্তার টুনি (২৬) নামে এক যৌনকর্মীর লাশ উদ্ধার করেছে, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
নিহত শাহানাজ আক্তার টুনি (২৬), নওগা শহর রেলকোলনী এলাকার, কালামের মেয়ে, ও দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়া বাড়িয়ালীর ভাড়াটিয়া।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার (তদন্ত) ওসি, মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।