কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের বডিগার্ড হিসেবে খবরে উঠে এসেছেন শেরা। শুধু জাস্টিনের কেন, অমিতাভ বচ্চনসহ একাধিক বলিউড সুপারস্টারের দেহরক্ষীর কাজ করেছেন তিনি। বিদেশ থেকে কোনো জনপ্রিয় তারকা এলে আজও প্রথমে ডাকা হয় তাঁকে। তবে অন্য তারকাদের সঙ্গে মাঝে মাঝে দেখা গেলেও সালমান খানের নয়নের মনি শেরা।
এক-আধ দিন নয়, গত ২০ বছর ধরে সালমানের প্রধান দেহরক্ষীর দায়িত্ব পালন করছেন। যে কোনো অনুষ্ঠানে ভাইজানের সঙ্গে দেখা যায় তাঁকে। কিন্তু, বেতন কত শেরার? টাকার অঙ্ক শুনলে বোঝা যাবে উপার্জনের দিক থেকে সেলিব্রিটিদের থেকে কম যান না এই বডিগার্ড। সংবাদসংস্থায় বাংলাদেশি টাকায় ১৯ লাখ টাকা।
তাঁর আসল নাম কিন্তু শেরা নয়। প্রকৃত নাম গুরমিত সিং। মধ্যবিত্ত শিখ পরিবারের সন্তান শেরার শৈশব কেটেছে বাবার মোটর গ্যারাজে কাজ করে। তারইমধ্যে বডি বিল্ডিংয়ে মন দেন। একাধিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় নাম দিয়ে পুরস্কারও জেতেন। তারপর তারকাদের দেহরক্ষী হিসেবে কাজ পান
|