খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরের ট্রেন চলাচল আংশিক শুরু হয়েছে ১৩ ঘণ্টা পর শনিবার (২৬ আগস্ট) সকাল আটটার দিকে। ডাউন লাইনে ট্রেন চললেও বন্ধ রয়েছে আপে। পুরোপুরি ট্রেন চলাচল শুরু হতে দুপুর হতে পারে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার।
পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম জানান, শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে রাজশাহীগামী সাগরদাড়ি একপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেইটের সামনে যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। এরপর থেকে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সব ধরনের ট্রেন যোগাযোগ।
শনিবার সকালে জানিয়েছেন,চারটি ট্রেন পোড়াদহের ওপর দিয়ে খুলনার দিকে চলে গেছে। উদ্ধারকারী ট্রেন এখনো কাজ শুরু করতে পারেনি বলে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
সম্পাদক ও প্রকাশক মো: আবদুল মালেক, যুগ্ন সম্পাদক: নজরুল ইসলাম ভূঁইয়া । সম্পাদক র্কতৃক ২৪৪ ( প্রথম তলা ) ৪ নং জাতীয় স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা -১২১৪ থেকে প্রকাশিত এবং স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি র্সাকুলার রোড, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত । ফোন:- ০২-৭২৭৩৪৯৩, মোবাইল: ০১৭৪১-৭৪৯৮২৪, E-mail: info@dailynoboalo.com, noboalo24@gmail.com
Design Developed By :
Dynamic Solution IT Dynamic Scale BD BD My Shop