ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাথে নব-সংযুক্ত দনিয়া ইউনিয়নে ১২৪ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনির আখড়ার আর এস শপিং কমপ্লেক্সের সামনে এক অনুষ্ঠানে আজ বিকেলে মেয়র এই উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। রাজধানীর আধুনিকতম সুযোগ-সুবিধা নব-সংযুক্ত ইউনিয়নগুলোতেও নিশ্চিত করা হবে উল্লেখ করে মেয়র জানান, এই প্রকল্পের আওতায় সড়ক ও অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এলইডি বাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে বলে অনুষ্ঠানে মেয়র জানান। তিনি বলেন, আজ যে প্রকল্প উদ্বোধন করা হয়েছে এর আওতায় দনিয়া এলাকার ১২ থেকে ৩০ ফুট প্রস্থের ২৬ দশমিক ৯১ কিলোমিটার আয়তনের আরসিসি/সিসি ঢালাইয়ের ১১০টি রাস্তা নির্মাণ, সড়কের ৩০ দশমিক ৬০ কিলোমিটার নর্দমা ও ফুটপাথ নির্মাণ, ২৬ দশমিক ৯১ কিলোমিটার সড়কে ১ হাজার ৫৭৬টি এলইডি সড়কবাতি স্থাপন করা হবে। ইতোপূর্বে ডেমরা, সারুলিয়া এবং মাতুয়াইল ইউনিয়নেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন কাজের এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক বোরহান আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু এবং কর্পোরেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দনিয়া প্রকল্পে অন্তর্ভূক্ত মেরাজ নগর, আব্দুল্লাহপুর, গোবিন্দপুর, কুতুবখালী, কাজলা, রায়েরবাগ,পলাশপুর, স্মৃতিধারা আবাসিক এলাকা, পাটেরবাগ, শনির আখড়া, নূরপুর ব্যাংক কলোনী, নূরবাগ মসজিদ এলাকা, নাসির উদ্দিন রোড, দনিয়া প্রধান সড়ক, তিতাস গ্যাস রোড, মেডিহোপ হসপিটাল রোড, জুরাইন সুইট স্টোর রোড, হাবিবুর রহমান মোল্লা রোড এবং রায়েরবাগ প্রধান সড়ক এলাকায় উন্নয়ন কাজ করা হবে। মেয়র সাঈদ খোকন বলেন, কর্পোরেশনের সাথে নব-সংযুক্ত ৮টি ইউনিয়নের অধিবাসীদের সব ধরনের নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।
|