জেডটিই বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায়
1, March, 2019, 11:22:3:PM
তথ্য, যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও টেলিকম খাতের চীনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে জেডটিই-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জু জিয়া ইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা বৈঠককালে এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) অংশগ্রহণকারী জেডটিই-এর নেতৃবৃন্দের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন। জেডটিই-এর কর্মকর্তাগণ বাংলাদেশের আইসিটি সহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন। জেডটিই বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকরী অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মো: আবদুল মালেক, যুগ্ন সম্পাদক: নজরুল ইসলাম ভূঁইয়া । সম্পাদক র্কতৃক ২৪৪ ( প্রথম তলা ) ৪ নং জাতীয় স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা -১২১৪ থেকে প্রকাশিত এবং স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি র্সাকুলার রোড, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত । ফোন:- ০২-৭২৭৩৪৯৩, মোবাইল: ০১৭৪১-৭৪৯৮২৪, E-mail: info@dailynoboalo.com, noboalo24@gmail.com
Design Developed By :
Dynamic Solution IT Dynamic Scale BD BD My Shop