পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছিল গত ২৩ এপ্রিল। এদিন শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ১ হাজার ৬৫০ মিটার।
১০ দিনের ব্যবধানে শুক্রবার আরেকটি স্প্যান বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানতে পারে, এই আশঙ্কায় এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। ফলে শুক্রবার বসানো হচ্ছে না ১২তম স্প্যানটি।
শুক্রবার সেতুর মাঝামাঝি অংশে ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানোর কথা ছিল।
পদ্মা সেতু প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকলে পরদিন শুক্রবার সকালে স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে এটা স্থগিত করা হয়েছে। ঝড়টি সরে গেলে ৬/৭ তারিখে এটি বসানো হতে পারে।
সম্পাদক ও প্রকাশক মো: আবদুল মালেক, যুগ্ন সম্পাদক: নজরুল ইসলাম ভূঁইয়া । সম্পাদক র্কতৃক ২৪৪ ( প্রথম তলা ) ৪ নং জাতীয় স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা -১২১৪ থেকে প্রকাশিত এবং স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি র্সাকুলার রোড, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত । ফোন:- ০২-৭২৭৩৪৯৩, মোবাইল: ০১৭৪১-৭৪৯৮২৪, E-mail: info@dailynoboalo.com, noboalo24@gmail.com
Design Developed By :
Dynamic Solution IT Dynamic Scale BD BD My Shop