রাশিয়ার কুরিল দ্বীপে রিকটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়। ইউএসজিএস জানায়, জাপানের সাপোরো নগরী থেকে ১৪০০ কিলোমিটার (৮৫০ মাইল) দূরে ভূগর্ভের ৫৯ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইউএস ন্যাশনাল সুনামি সেন্টার বলেছে,তারা ঝুঁকির মাত্রা নিরুপন করছে, ভূমিকম্পে এ অঞ্চলে ভয়ঙ্কর সুনামির আশঙ্কা রয়েছে। সবচেয়ে উত্তরের চারটি দ্বীপ হাবোমি,সিকোতান,ইটোরুফু ও কুনাসহিরি নিয়ে কুরিল দ্বীপমালা। কুরিল নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর থেকে বিরোধ চলছে। কুরিল জাপানের উত্তর সীমান্ত হিসেবেও পরিচিত।
সম্পাদক ও প্রকাশক মো: আবদুল মালেক, যুগ্ন সম্পাদক: নজরুল ইসলাম ভূঁইয়া । সম্পাদক র্কতৃক ২৪৪ ( প্রথম তলা ) ৪ নং জাতীয় স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা -১২১৪ থেকে প্রকাশিত এবং স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি র্সাকুলার রোড, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত । ফোন:- ০২-৭২৭৩৪৯৩, মোবাইল: ০১৭৪১-৭৪৯৮২৪, E-mail: info@dailynoboalo.com, noboalo24@gmail.com
Design Developed By :
Dynamic Solution IT Dynamic Scale BD BD My Shop