নব আলো:সুনামগঞ্জের ধর্মপাশায় একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলায় মধ্যনগর থানা চামারদানী ইউনিয়ননে রামদিঘা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামদিঘা গ্রামের জগদীশ সরকার (৭০), তার ছেলে রনজিৎ সরকার (৪৫), ছেলের বউ রিনা সরকার (৩৫) ও নাতনি সোনালী সরকার (১০)।
পুলিশ জানায়, সকালে বাড়ির উঠানে বসে বাড়ির মালিক রঞ্জিত সরকারসহ এক পরিবারের চারজন মুড়ি খাচ্ছিলেন। এসময় হঠাৎ উঠানের উপরে থাকা বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে জগদীশ সরকারের ছেলে রনজিৎ সরকার ওই তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গেলে বাবাও জড়িয়ে পড়েন। পরে ছেলের বউ রিনা সরকার ও নাতনি সোনালী বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাও ঘটনাস্থলেই নিহত হন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
|