জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব-এর উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন (বিজকেইস)- ২০২০। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সৃষ্টির শুরু থেকে দক্ষ মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই লক্ষ্যে, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে নিয়ে `আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন (বিজকেইস)` জাতীয় প্রতিযোগিতা কার্যক্রমের ব্যবস্থা করেছে।
বিজনেস কেস হলো ব্যবসায়ের সমস্যা সমাধান করা এবং বাধা বিপত্তি, লিখিত বা মৌখিক নথি বা সিদ্ধান্ত গ্রহণের সরঞ্জামের বিরুদ্ধে সমাধানের ক্ষেত্রে একধরণের পদক্ষেপ গ্রহণ করা। প্রযুক্তি, ব্যবসা এবং কৃষিক্ষেত্রের সদৃশ্যমান সেক্টরের বিপ্লবের মাধ্যমে পৃথিবী দ্রুত বিশ্বের অগ্রগতির দিকে এগোচ্ছে। এই ক্ষেত্রগুলির মধ্যে, ব্যবসায় বিশ্বব্যাপী অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করার জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি। বর্তমান ব্যবসাবান্ধব বিশ্বে ব্যবসায় বিস্তারে নতুন নতুন ধারণা, উদ্যোক্তা সৃষ্টি, বহুজাতিক এবং দেশীয় ব্যবসায় উদ্ভূত বিভিন্ন সমস্যা উত্তরণে তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাভাবনার সমন্বয় ঘটানোই হচ্ছে এই কম্পিটিশনের লক্ষ্য।
গত ২০ জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
বিজকেস-২০২০ কম্পিটিশনকে তিনটি রাউন্ডে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অনলাইনে নির্ধারিত ড্রাইভে কেইস জমা দিতে হবে এবং রাউন্ড ভিত্তিক পারফরমেন্সের ভিত্তিতে সেরা দলগুলোকে নিয়ে ক্যাম্পাসে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
বিজয়ীদের জন্য থাকছে ১,০০,০০০ (এক লক্ষ) টাকার প্রাইজমানি। চ্যাম্পিয়ন পাবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার), প্রথম রানার আপ পাবে ৩০,০০০ (ত্রিশ হাজার) এবং দ্বিতীয় রানার আপ পাবে ২০,০০০ (বিশ হাজার) টাকার চেক।এছাড়াও আছে ক্রেস্ট, সার্টিফিকেট সহ আকর্ষণীয় গিফট সামগ্রী।