সাংবাদিক নাজমুলকে মুক্তি না দিলে রবিবার সারাদেশে বিক্ষোভ
তারিথ
: ২২-০৩-২০১৭
আগামী শনিবারের মধ্যে সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে পরদিন রবিবার দেশের প্রতিটি জেলায় ও থানায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ। সরকারের কাছে সাংবাদিক নাজমুলের মুক্তির দাবি জানিয়েছে তিনি বলেন, তথ্যমন্ত্রী আপনি চুপ থাকবেন না। আপনি সোচ্চার হোন, পদক্ষেপ নিন। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনার কাছে এটাই আমাদের অনুরোধ। বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ইউনিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে দেশের বহুল প্রচারিত এই দৈনিকের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।