জয়পুরহাট শহীদ কবি মাহ্তাব উদ্দিন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
তারিথ
: ১৮-০২-২০১৮
শামিমা রাফি (শিউলী) জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট পৌর শহররের আমতলীতে অবস্থিত শহীদ কবি মাহ্তাব উদ্দিন বিদ্যাপীঠ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে বিদ্যাপীঠের পরিচালক আহমেদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক প্রভাতী খবর পত্রিকার জেলা প্রতিনিধি শামিমা রাফি, বিদ্যাপীঠের পরিচালক মন্ডলীর সভাপতি মকবুল আহমেদ মুকুল, পরিচালক রমজানুজ্জামান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পাভেজ দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের বিকাশ ঘটাতে লেখাপড়া পাশাপশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। পরে শহীদ কবি মাহ্তাব উদ্দিন বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।