লালমনিরহাটে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা
তারিথ
: ১০-১১-২০১৭
লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় "সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করন" এবং "উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করন" এর লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোঃআমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোতাহার হোসেন এমপি এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিউজ্জামান ভেলু, সাঃ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সোহাগ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা তথ্য অফিসের যৌথ আযোজনে অনুষ্টিত উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জনাব আলাউদ্দিন, আলীমুদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা সরওয়ার হায়াত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলূ, সির্ন্দুণা ইউপি চেয়ারম্যান নূরুল আমিনসহ উপজেলার ১২ টি ইউপি চেয়ারম্যান স্থানীয় সাংবাদিক সুধী মহল ও গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টরের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।