পটুয়াখালী শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তারিথ
: ১২-০৩-২০১৮
পটুয়াখালী প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর নারী শিক্ষার ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ মার্চ সোমবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও রং-বে রঙ্গের বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী পৌরসভার মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহুরুল হক খোকন। এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ বারেক মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমির, সিনিয়র শিক্ষক মোঃ ওবায়দুল হক মতিন, সহকারী শিক্ষক মোঃ আশরাফ আলী, গোলাম মোস্তফা জামান, সালমা বেগম, অর্পণা রানীসহ সকল শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অবিভাবকগন উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতায় দেশীয় সংস্কৃতি থেকে বিলুপ্তপ্রায় ব্যাঙ-এর লাফ, মোরগ যুদ্ধ, দ্রুত পোশাক পরিধান, বিস্কুট দৌড়সহ ২৫টি দফার খেলাধুলা, পিটি ও মার্চপাষ্টে অংশগ্রহন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।