চাঁপাইনবাবগঞ্জে আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তারিথ
: ১৯-০৩-২০১৮
আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের আয়োজনে ১৯ মার্চ সোমবার সকাল ১০টায় চককীর্ত্তি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিমের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চককীর্ত্তি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোফাখখারুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ। প্রায় অর্ধ শতাধিক আম চাষীর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ। উত্তম কৃষি প্রযুক্তি ও হ্যাসাল এর মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং ফ্রেস আম ও আমজাত পণ্যের রপ্তানীর সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আম চাষীদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, বুড়িরহাট, রংপুর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জমির উদ্দীন।