জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড আ’লীগের উদ্দ্যেগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশীদ এর মতবিনিময় সভা গতকাল শুক্রবার রাতে রেলওয়ে ষ্ট্রেশন বকুল তলায় অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় পৌর আ’লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী প্রধান অতিথী হিসেবে ঢাকা তেজগাও থানা আ’লীগের সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা আ’লীগের সহ সভাপতি এবং তেজগাও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতিককে বিজয়ী করে আবারও প্রধান মন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে ক্ষমতায় অধিষ্ট করার জন্য নেতা-কর্মী সহ সকলের প্রতি আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন।বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সহ সভাপতি মনির উদ্দিন,আওনা ইউনিয়ন আ’লীগের সদস্য আমজাদ হোসেন,সাতপোয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রউফ গফুর,কামরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তার হোসেন,পৌর আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু,সরিষাবাড়ী পৌর সভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী,সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব আলী আকন্দ,৬ নং ওয়ার্ড আলীগের সভাপতি আব্দুল কাদের,উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজন প্রমুখ।মতবিনিময় সভাটি জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক পরিচালনা করেন।