বড়াইগ্রামে বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের সাথে জেলা প্রশাসকের গণশুনানী
তারিথ
: ১৬-০৫-২০১৮
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে বুধবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসক শাহিনা খাতুনের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকগণ ওই শুনানী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে নিজ নিজ এলাকার সমস্যা ও অনিয়মের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক এসময় উপস্থিত ভোক্তাদের কথা শুনে তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শুনানী কালে এলজিইডি ও সমাজসেবার কর্মকান্ড নিয়ে কথা বলেন ইউপি সদস্য ফেরদৌস আলম, পরিবেশ নিয়ে অভিযোগ করেন পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী আমিনুল্লাহ্, জমির খারিজ সংক্রান্ত বিষয়ে অভিযোগ তোলেন গাড়ফা গ্রামের মাহাবুবুল আলম। জেলা প্রশাসক তাৎক্ষনিক সে সকল বিষয়ে করণীয় নির্ধারণ পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। গণশুনানী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূইয়া, ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক, পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম প্রমূখ।