নাগেশ্বরীতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ
তারিথ
: ২১-০৫-২০১৮
শেখ মো. নুর ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ, কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস হলরুমে ২১ মে সোমবার বেলা ১১টায় ওসিপি ফাউন্ডেশন, মরক্কোর আর্থিক সহায়তায় এবং আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে কৃষক প্রশিক্ষণ প্রদান করেন আইএফডিসি এর কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুক আহম্মেদ। অতিরিক্ত কৃষি অফিসার সেকেন্দার আলীর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শামসুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এফসি, আইএফডিসি এর নাজমুল হক, এস.এ.এ.ও তপন কুমার সরকার প্রমূখ। এছাড়াও ৩০ জন কৃষক-কৃষানী ও সার ডিলার উপস্থিত ছিলেন।