অনলাইন ডেস্ক :এভাবেই চলবে মাল্টিমিডিয়া এর সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুন) সন্ধ্যায় রাজধানী’র মতিঝিল এর ইউসূফ ম্যানশনে এভাবেই চলবে মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী নাজিম খাঁন’র পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেনÑ মতিঝিল ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জনাব আহসান উল্লাহ হাসান, সাংবাদিক আশরাফুল আলম (দৈনিক প্রভাতী খবর), কাজী জামাল (মিউজিক ডিরেক্টর), এইচ. আর লিটন (মিউজিক ডিরেক্টর), শাহাদাত, (সভাপতি-একতারা শিল্পী গোষ্ঠী), মামুন শেখ, মোঃ মান্না, সোহেল শেখ, মঞ্জু সহ আরও অনেকে। ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেনÑ গাজী আলমগীর, আরিফুল ইসলাম, ফয়সাল, সাজ্জাদ মনি, সোহেল খান, মাহাদী খান, কাউছার, কামরুল ইসলাম, অপু শেখ, মমিন, আসাদ শেখ, আল-আমিন রাজ, সোহরাব খাঁন, বিপুল সরকার, সেলিম শেখ, ইউছুফ শেখ, সোহাগ শেখ, রাসেল শেখ, আল-আমিন খাঁন।