কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
তারিথ
: ১১-০৭-২০১৮
মোঃ এনামুল হক সেলিম, কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের অবহিত করণের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল বুধবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, সাংবাদিক এ.কে. নাছিম খান, মোস্তফা কামাল, দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহম্মদ উল্লাহ, বিদ্যুৎ প্রসাদ রায়, মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মোঃ আনোয়ারুল ইসলাম ভূঁইয়া।
উল্লেখ্য ১৪ জুলাই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় ২৮০১টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৪১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।