মায়েরাই পারে যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বক্তারা বলেন, ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪০নং নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বিকাল ৩ টায় উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান তৈয়মুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি গোলাম মোস্তফা, নারগুন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেরেকুল ইসলাম, বেগুনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন, ১৪০ নং নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ দুই ইউনিয়নের মা, শিক্ষক,শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে ২০১৬ সালের পিএসসির জিপিএ- ৫ পাওয়া ১২২ জন শিক্ষার্থী, ১১০ জন শিক্ষক ও ১২ জন ম্যানেজিং কমিটির সভাপতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।