কলারোয়ায় ডিএসকের আয়োজনে জলবদ্ধতা দূরীকরণ সভা অনুষ্ঠিত
তারিথ
: ২৩-১১-২০১৭
ফিরোজ জোয়ার্দ্দার,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় সরকারের উন্নয়নের পাশাপাশি বে-সরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ব্যাপক উন্নয়ন করে চলেছে। তাদের কাজ বিভিন্ন ইউনিয়নের জলবদ্ধতা দূরীকরণ ও দুঃস্থ মানুষের মাঝে সেবা দান করা। আর এই সেবা যেন সুস্থভাবে মানুষ পায় সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে ৩য় বারের মত ক্ষমতায় বসিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকের) আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি’র বক্তৃতাকালে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এ সব কথা বলেন। ডিএসকের টেকনিক্যাল অফিসার মাসুদ আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন। এসময় আর বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যানগন শেখ ইমরান হোসেন, মাস্টার নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, আব্দুল জলিল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ছরোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা সন্দীব কুমার দাস, ডিএসকের প্রকল্প অফিসার মোস্তজা আলী, ইব্রাহীম খলিল, টেকনিক্যাল অফিসার কামরুন নাহরসহ বিভিন্ন দফতারে কর্মকর্তা ও ইউপি সচিবগন প্রমুখ।