সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : সোনারগাঁয়ে দিশা আলোঘরের উদ্যোগে ৩০ জন দ্রারিদ্র ও মেধাবী শির্ক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারে দিশা আলোঘর লাইব্রেরীর সভাকক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দিশা আলোঘর প্রোগ্রমের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহাউল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবু নুর মো. বাহাউল হক, সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মো. সুলতান মিঞা, প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলেয়া আক্তার, সোনালী ব্যাংক এর অবসর প্রাপ্ত সিনিয়র অফিসার মো. আলী আমজাদ, এ কে এম জানে আলম দিপু ও মশিউল আলম প্রমুখ।
অনুষ্টানে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১টি করে সাটিফিকেট ও উপবৃত্তির ৩ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।