লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলার) আসনের প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এম.এ সাত্তার।রোববার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলা বটতলী মিয়াজি বাড়ি প্রাঙ্গনে অধ্যক্ষ এম.এ সাত্তার ট্রাষ্ট এ আয়োজন করে।মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বেগ বাবলু’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এম.এ সাত্তার ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম.এ সাত্তার। বক্তব্য রাখেন, হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম বাবুল, দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আহছানুল কবির রিপন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হালিম মাষ্টার, সাধারন সম্পাদক ফজলুর রহমান ঢালী, দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে যাকেই নৌকা প্রতীক দেওয়া হয় তার পক্ষেই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।