হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের শুভ উদ্ধোধন
তারিথ
: ০২-০১-২০১৮
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় এই প্রথম হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় সম্পূর্ন রুপে ডিজিটালাইজড পদ্ধতি করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা কম্পিউটারের মাধ্যমে লেখাপড়া, বেতন, বিদ্যালয়ে আসা ও যাওয়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে ডিজিটাল ক্যাম্পাসের শুভ উদ্ধোধন করেন, জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। বিজয় ডিজিটাল ও নেটিজেন আইটি লিমিটেড এর সহযোগিতা করে। এ উপলক্ষ্যে উদ্ধোধনী সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে প্রয়াত নবাব স্যার সলিমুল্লাহ এর নাতী আলহাজ্ব নবাব খাজা আলী হোসেন আসকরি, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্টেট শেখ এহসান আলী, নেটিজেন আইটি লিমিটেডের কর্মকর্তা তৌফিকুর রহমান ও ওমর ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্ধোধন করেন।