আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। আলোচনা রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজাতে রহমত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী অক্ষয় সরকার, ও তালা উপজেলা সমন্বয়কারী ইউনুছ আলী। প্রশিক্ষণে উপজেলার শ্রীউলা, আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নের ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন।