সিটি ব্যাংক অনলাইন পেমেন্ট পার্টনার হিসেবে সোনালী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে সম্প্রতি সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান মোহাম্মদ জাফরুল হাসান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব কার্ডস সুবাস চন্দ্র হালদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, হেড অফ ফাইন্যান্স পারুল দাস এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. শামীমুল হক, মো. আব্দুল জলিল, মো. ছায়েদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।