রায়পুরে মাদ্রাসাতুল বানাত দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান
তারিথ
: ২২-০১-২০১৮
রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি :
জননেত্রী শেখহাসিনা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষার মান অনেক উন্নতি হয়েছে। আগামীদিনে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমরাও কাজ করে যাবো। এই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে আমার নিরলস ভাবে কাজ করবো। লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার (২২ জানুয়ারী) দুপুরে চরবংশী মাদ্রাসাতুল বানাত দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজিমুদ্দিন গাজী সভাপতিত্বে সহকারী ইংরেজী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার মোঃ আলতাফ হোসেন হাওলাদার বি.এস.সি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২নং উত্তর চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার মোঃ আবুল হোসেন হাওলাদার, মাদ্রাসার সুপার মাওলানা শহিদ উল্লাহ, দাতা সদস্য আল-হাজ্ব আব্দুল ওয়াদুদ গাজী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হায়দরগঞ্জ মডেল কলেজের সিনিয় প্রভাষক মোঃ আকতার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জিন্না মোল্লা, ইউপি সদস্য ছলেমান মোল্লা, রোকন উদ্দিন দেওয়ান, আলমগীর হোসেন কবির, আব্দুর রব, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন গাজী, যুবলীগ নেতা রাশেদ খলিফা, সাবেক ছাত্রলীগ নেতা খান আল মামুন, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, অভিবাবক ও শিক্ষক এবং অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথি এবং বিদায়ী ছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।