বর্তমানে সাধারণ বীমা ৪৬ ও জীবন বীমা প্রতিষ্ঠান ৩২টি। এর মধ্যে দুটি সরকারি। জিডিপিতে এ খাতের অবদান দশমিক পাঁচ পাঁচ শতাংশ।
২০১৮ সালে বীমা দাবির পরিমাণ ছিল ৯ হাজার ৫৮৫ কোটি টাকা। পরিশোধ হয়েছে ৭ হাজার ৪১২ কোটি। দাবি পরিশোধ না করার অভিযোগ রয়েছে বায়রা ও গোল্ডেনসহ বেশকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
৭৮ বীমা প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ৮টির অবস্থা খুবই খারাপ। এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের চিন্তা করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় সংস্থাটি।
মালিকপক্ষের সংগঠন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ জানায়, টাকার অভাবে ছোট প্রতিষ্ঠানগুলোর দাবি পরিশোধে বিলম্ব হয়। তবে অনেক বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পরিশোধে অনীহা দেখা যায়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, অভিযোগের ভিত্তিতে দুর্বল একটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে। বাকি সাতটির ওপরও নজর রাখা হয়েছে।
তিনি আরো জানান, গ্রাহকদের নিরাপত্তায় তহবিল গঠন করা হবে। এজন্য প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিবছর অর্থ সংগ্রহ করা হবে। সূত্র-ইন্ডিপেনডেন্ট টিভি।