চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগ সভাপতি জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় জাহাঙ্গীর কবির বলেন, করোনার এই সংকট কালে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় তিনি চাটখিলের সাংবাদিকদের যে কোন বিপদে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তৈয়ব এর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ফারুক সিদ্দিকি ফরহাদ , কামরুল ইসলাম কানন, ইয়াসিন চৌধুরী,মাঈন উদ্দিন বাধন, আলা উদ্দিন,সাইফুল ইসলাম রিয়াদ, আনিস আহমেদ হানিফ, সিরাজুল ইসলাম হাসান,জাহাঙ্গীর আলম,মোঃ শাকিব, স্বপন পাটোয়ারী প্রমূখ অংশ নেন।
এসময় তিনি বলেন, আমি আমার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার মধ্যবিত্ত ও হত-দরিদ্র পরিবারের মানুষের জন্য রমজানের উপহার সামগ্রীর ব্যবস্থা করছি,যাহা অব্যাহত থাকবে।
|
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগ সভাপতি জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় জাহাঙ্গীর কবির বলেন, করোনার এই সংকট কালে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় তিনি চাটখিলের সাংবাদিকদের যে কোন বিপদে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তৈয়ব এর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ফারুক সিদ্দিকি ফরহাদ , কামরুল ইসলাম কানন, ইয়াসিন চৌধুরী,মাঈন উদ্দিন বাধন, আলা উদ্দিন,সাইফুল ইসলাম রিয়াদ, আনিস আহমেদ হানিফ, সিরাজুল ইসলাম হাসান,জাহাঙ্গীর আলম,মোঃ শাকিব, স্বপন পাটোয়ারী প্রমূখ অংশ নেন।
এসময় তিনি বলেন, আমি আমার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার মধ্যবিত্ত ও হত-দরিদ্র পরিবারের মানুষের জন্য রমজানের উপহার সামগ্রীর ব্যবস্থা করছি,যাহা অব্যাহত থাকবে।
|
|
|
|
নীলফামারী প্রতিনিধি :
প্রজন্ম হোকে সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ দিবসটি পালনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মহিলা বিষয়ক উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সনাক সনাক সভাপতি তাহমিন হক ববি প্রমুখ। সমাবেশে বক্তাগন নারী দিবসে নারীদের বিভিন্ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন।
|
|
|
|
মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই প্রতিনিধি :
ঢাকা জেলার ধামরাই উপজেলায় আজ মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে “ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ” বিষয়-অবহিতকরণ কর্মশালার আয়োজন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট।কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ ঘন্ট চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালায় আয়োজনে করা হয়। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন আলোচকরা।স্থানীয় পর্যায়ের জন প্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে প্রসব সেবাসহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সেদিকে গুরুত্বারোপ করা হয়। উক্ত কর্মশালায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সারোয়ার বারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ, ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসেন মোঃ মঈনুল আহসান, পরিবার পরিকল্পনার উপ পরিচালক মিজানুর রহমান, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা সহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ ও মহিলা সদস্যবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ ।উল্লেখ্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনার পরিষদের সভাপতি সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এবং সহ-সভাপতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবকার কল্যাণ কেন্দ্র সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য। এই বিষয়টি জন প্রতিনিধিগণ অনেকেই অবগত ছিলেন না। এ কর্মশালার মাধ্যমে এ বিষয়ে অবগত হয়ে তাঁরা আগামী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দকে শক্তিশালি করে স্বভাবিক প্রসব সেবা নিশ্চিত করণে সর্বাত্বক সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।
|
|
|
|
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত আলী খান মোক্তার ব্যাক্তিগত উদ্যোগে বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা দেন ও পরে এক আলোচনা সভার আয়োজন করেন।শওকত আলী খান মোক্তার নিজ বাসভবন হতে বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা দেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু। বেতকা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত আলী খান মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টংগীবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান ইদ্রিস, টংগীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক আক্তার হোসেন মোল্লা প্রমুখ। টংগীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু নিজ হাতে বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত সভাপতি ও সম্পাদকদের এই ফুলেল সংবর্ধনা দেন। আজ ১লা ফেব্রুয়ারি দুপুরে প্রীতিভোজের পরে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বেতকা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নেতাকর্মীদের সঠিক স্থানে থেকে সঠিক পথে চলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পথ চলার আহ্বান জানানো হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাকে নির্বাচিত করা হবে এ বিষয়ে ও এখন থেকেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।
|
|
|
|
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বুধবার (২২ জানুঃ) পৌরসভা ও কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর যৌথ উদ্যোগে বর্ধিত আলোচনা সভা হয়েছে। পৌরসভা হলরুমে মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন, কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর সিইও সাইফুল ইসলাম পাইকাড় ও লিমা প্লাস্টিক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মাহবুর রহমান হান্না, শওকত আলী, আঙ্গুরা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সেলিম উদ্দিন, সচিব সেরাফুল ইসলাম ও সুধিবৃন্দ। কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর সিইও সাইফুল ইসলাম পাইকাড় জানান, পৌরসভা ও কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ যৌথ উদ্যোগে বিরামপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রকল্প গ্রহণ করবে এবং শহরের বর্জ্যকে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিসহ অন্যান্য উন্নয়ন মূলক কাজে ব্যবহার করবে। এতে অনেক বেকারের কর্মসংস্থান হবে। বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, বিরামপুরকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এ কর্মসচিকে স্বাগত জানিয়েছি। প্রকল্প বাস্তবায়ন হলে বিরামপুর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিনত হবে।
|
|
|
|
ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাই পৌরসভার কুমড়াইল বেজির টেক এলাকায় ও আমতা ইউনিয়নের ডাকাত পারা এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার চার মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ধামরাই থানা পুলিশ ।তাঁরা হলেন পৌরসভার কুমরাইল বেজির টেক এলাকার কিয়াম উদ্দিন ছেলে বিল্লাল (৪৭) ও আব্দুল কাদের (৩৭)। উপজেলার ডাকাত মারা এলাকার আলি হোসেন ফটিকের ছেলে উসমান গনি (৪০) ও হযরত আলির ছেলে সাইফুল ইসলাম (৩৮)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গতকাল বেজির টেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার কিয়াম উদ্দিন বাড়ি থেকে বিল্লাল ও কাদেরকে আটক করা হয়।বিল্লাল ও কাদের থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং ৪। ধামরাই থানার এ এস আই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আরেক এজাহারল সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গতকাল আমতা ইউনিয়নের ডাকাত পারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে উসমান গনি ও সাইফুল ইসলামকে আটক করা হয়।উসমান গনি ও সাইফুল ইসলাম থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং ৫ । কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
|
|
|
|
মোঃ মোরশেদ আলম,স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কোনাবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের সাথে ড্রাগ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মরুময় সরকার ড্রাগ সুপার গাজীপুর। মোঃ আখতার- উজ- জামান (পরিচালক) হাজী মেডিসিন কর্নার কোনাবাড়ী। বিনয় চন্দ্র সরকার (পরিচালক) সরকার মেডিসিন কর্নার ও সহ সাধারণ সম্পাদক কোনাবাড়ী প্রেসক্লাব, খন্দকার শরিফুল ইসলাম স্বত্বাধিকারী খন্দকার মেডিসিন। মোঃ রাশেদুল ইসলাম বিশাল (পরিচালক) রূপজান ঔষধালয় ।আরো উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের সকল ঔষধ ব্যবসায়ী বৃন্দ।
|
|
|
|
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ৮০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় কুমারখালী উপজেলা যুবলীগ পালন করেছেন। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। বুধবার নুর কমপ্লেক্স ৩য় তলায় কুমারখালী উপজেলা যুবলীগের আয়োজনে সারা দিনব্যাপী ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতির জম্মদিন পালন করা হয়। জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে কুমারখালী যুবলীগ। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, মনির হাসান রিন্টু সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, এস,এম রফিক সহসভাপতি উপজেলা যুবলীগ, তুহিন শেখ পৌর যুবলীগের সভাপতি, মনছুর জামান তুহিন জয়েন্ট সেক্রেটারি যুবলীগ, খলিলুর রহমান কাজল ,সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ, আবুল বাশার শাহিন সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ, রবিউল আউয়াল সহসভাপতি উপজেলা যুবলীগ। মনোয়ার হোসেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক, রবিউল ইসলাম সাচ্ছু সহসভাপতি উপজেলা যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি জম্মদিন ঘিরে কুমারখালী উপজেলা যুবলীগ নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন ও সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু নেতৃত্বে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে আনন্দ র্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। কুমারখালী উপজেলা থেকে১১টি ইউনিয়ন ও পৌরসভার যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
|
|
|
|
কুমারখালী প্রতিনিধি : অমর কথা সাহিত্যক কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী দুই দিনব্যাপী অনুষ্ঠানের ১৩ নভেম্বর প্রথম দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়েছে বুধবার সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তভিটা কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে। মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি বুধবার পালিত হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে মীরের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর আলোচনা করেন প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট লেখক ও কলামিস্ট জনাব শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক জনাব মীর মাহাবুব উস সাদিক, কুমারখালী উপজেলার চাপড়া ইউপি চেয়ারম্যান জনাব মনির হাসান রিন্টু, কুষ্টিয়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল জনাব আলতাফ হোসেন, বাবলু জোয়ার্দার প্রমুখ। দ্বিতীয় পর্বে কুষ্টিয়ার শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
|
|
|
|
নবীগঞ্জ প্রতিনিধি :
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”।
এ উপলক্ষে শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে থানা প্রাঙ্গনে র্যালী শেষে আলোচনা সভায় যোগ দেয়।
থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের সভাপতিত্বে থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী ও এসআই সমিরন চন্দ্র দাশ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, দিঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, নব-নির্বাচিত দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিদ চৌধুরী, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রেজভী আহমদ খালেদ, প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এমপি তার বক্তব্য নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের উপর সন্ত্রাসী হামালার নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরর দাবি জানান।
আলোচনা সভা শেষে থানা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
|
|
|
|
শেরপুর জেলা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় পুলিশের সঙ্গে কাজ করি ,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যেগে আজ শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও মংমনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া বেলুন উড়িয়ে র্যালির উদ্ভোধন করেন ।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষন করে জেলা পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয় । পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স সভাকক্ষে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয় ।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স সভাকক্ষে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য হুইপ আতিক বলেন সমাজ থেকে মাদক,জঙ্গীবাদ,সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে পুলিশের একার পক্ষে এসব অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধ ও দমন করা সম্ভব না ।তাই কমিউনিটি পুলিশিং এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সমাজের প্রত্যেকে যার যার অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান করেন।
এসময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া,বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট নমিতা দে, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান শেরপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি রফিকুল ইসলাম,শেরপুর পৌর প্যানেল পৌরমেয়র মোঃ আতিউর রহমান মিতুল,মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরু,শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক সভাপতি মাসুদ মিয়া , শেরপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারন সম্পাদক আলহাজ ফখরুল মজিদ খোকন , শেরপুর শহর কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারন সম্পাদক কাজী মতিউর রহমান মতি ।
অন্যান্যদেও মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবদুল্লা আল মামুন,জেলা গোয়েন্দা ডিবি (ওসি)মোঃ মুখলেছুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির আলী সরকার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ জেলা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবামীষ ভট্রাচার্য্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
|
|
|
|
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থী,শিক্ষক কমিউনিটি পুলিশিং সদস্য জনপ্রতিনিধি,ব্যবসায়ী,সাংবাদিকসহ সর্বস্তরের জনতার সাথে নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার তেরাবাজার মাদ্রাসার প্রাঙ্গনে শেরপুর জেলা পুলিশের আয়োজনে এ নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সম্প্রীতি সমাবেশে অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ।
গুজব প্রতিরোধ নাগরিক সমাবেশে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন,সাম্প্রতিক ভোলার ঘটঁনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এ ঘঁটনা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াতে না পারে সেদিকে শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলাসহ জনসচেতনা বৃদ্ধি করতে হবে । যারা গুজব রটায় যারা সমাজে দন্ধ সৃষ্টি করে যারা সমাজে মানুষ হত্যা করে তারা ইসলামের বন্ধু হতে পারেনা । যে মানুষ একজন মানুষ হত্যা করল সে সমগ্র মানব জাতিকে হত্যা করল । বাংলাদেশের প্রচলিত বিচারবিভাগের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করা হয়েছে । আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সমাবেশে সবার প্রতি আহবান করেন । তিনি আরও বলেন যারা নবী রাসুল (স.) নিয়ে কটুকতি করবে তাদেরকে আইনের আওতায় এনে রাষ্টের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করব । ঘোলা পানিতে মাছ শিকার কাওকে করতে দেওয়া হবেনা বলে তিনি হুশিয়ারী প্রদান করেছেন । সবাইকে সংযমী হওয়ার জন্য আহবান করেছেন । আগামী শুক্রবারে প্রত্যেক মসজিদে খুদবাআতে যারা গুজব রটায় ,যারা ফ্যাসাদ করে ,যারা মানুষ হত্যা করে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আলেমদেরকে অনুরোধ করেন এবং আলেম ওলামারা হাত তুলে সম্মতি প্রদান করেন ।
নাগরিক সম্প্রীতি সমাবেশে অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,নবাগত সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মর্কতা ফিরুজ আল মামুন,জেলা আইনজীবি সমিতি সভাপতি মোছাদ্দেক আলী ফেরদেীস,সাবেক পৌরকমিশনার মতিউর রহমান মতি ,সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন,পৌরসভার প্যানেল মেয়র মৃদুল ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সভাপতি নুর ইসলাম হিরু তেরা বাজার মাদ্রাসার শিক্ষক মিনহাজ উদ্দিন,তেরাবাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হযরত আলী, মাইসাহেবা জামে মসজিদ ইমামনাহেব মোনতাসিম বিল্লাহ, ,প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সহ স্থানীয় সাংবাদিক,শিক্ষক ,শিক্ষার্থী,ব্যবসায়ী উপস্থিত ছিলেন ।
|
|
|
|
ত্রিশাল প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক ত্রিশাল বার্তা’র সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকাল ১১টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্টেন্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দেড় ঘন্টা ব্যাাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক বিশ্বের মুখপাত্র’র সম্পাদক ও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সহ সভাপতি এবিএম ইব্রাহিম খলিল রহিম,ময়মনসিংহ সংবাদ পত্র শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনম ফারুক, ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন,যমুনা টিভি ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহিদ,সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,এইচ এম জোবায়ের হোসাইন,বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জরুুল হক মুঞ্জ প্রমূখ।
মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)ত্রিশাল শাখা,বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখা,ত্রিশাল রিপোটার্সক্লাব,উপজেলা প্রেসক্লাব,নিউজ ক্লাব,রিপোটার্স ইউনিটি,অনলাইন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিবৃন্দ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য ত্রিশালের স্যানিটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানা ত্রিশালে ১৯ বছর যাবৎ চাকুরি করা ও ভেজাল বিরোধী প্রতিরোধের বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশিত হয় সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকায় ।সংবাদ প্রকাশের জের ধরে মঙ্গলবার(গত ১৫.১০.১৯ইং) ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৩নং আমলী আদালতে স্যানিটারি ইন্সপেক্টর জেসমীন সুলতানা বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন।
|
|
|
|
শেরপুর জেলা প্রতিনিধি :
সন্ত্রাসের বিরুদ্ধে ¯েœহ –মাদকের বিরুদ্ধে মমতা-জঙ্গীবাদের বিরুদ্ধে জনার্দন এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯অক্টোবর শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যেগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আশরাফুল আজিম পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাস আলী ভুইয়া ।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাস আলী ভুইয়া বলেন,দেশের শিক্ষার হার শতভাগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিয়ে কুফল সর্ম্পকে জনসচেতনা গড়ে তুলার পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়শুনা করে উন্নত জাতি হিসেবে এবং একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে তিনি আহবান করেন । এসময় তিনি মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিয়ে বিরোধী ৩হাজার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শপথ বাক্য পাঠ করান ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ,পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ,শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী প্রধান শিক্ষক মো রেজুয়ান ইসলাম,ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর সভঅপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
|
|
|
|
সীতাকুন্ড প্রতিনিধি:
সীতাকুন্ড উপজেলা সি পি পির টিম লীডারদের ওয়ার্কসপ অনুষ্ঠিত। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সীতাকুন্ড উপজেলায় ৬৪ টি ইউনিটের টিম লিডারদের দিন ব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় । এতে চট্টগ্রাম জেলার আঞ্চলিক উপ পরিচালক মো: রুহুল আমিন , উপজেলা নবাগত টিম লিড্রা মো শাহাজানের সভাপতিত্বে ইউনিয়ন টিম লীডার মাষ্টার আবদুল মান্নানের সঞ্চালনায় সাবেক উপজেলা টিম লিডার নুরুল ইসলাম , ও সাবেক ইউ নিয়ন টিম লিডার ফেরদৌস আহম্মদ,নবাগত উপজেলা ডিপুটি টিম লিডার সাইফুল ইসলাম রনি,১০টি ইউনিয়নের টিম লিডার বক্তব্য রাখেন এবং দূর্যোগের প্রস্তুতিতে সরঞ্জাম সল্পতার কথা তুলে ধরেন । সেচ্ছায় সেবা দিতে মৃত্যুকে হাতে নিয়ে ঘূর্ণিঝড়ের সময় বাহির হলে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার দাবী জানান। উপ পরিচালক রুহুল আমিন দূর্যোগ কালিন প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানান। তিনি উপ পরিচালক ও সীতাকুন্ড উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ।
|
|
|
|
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ‘‘পল্লীবেড়া ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা’’র আলিম শিক্ষার্থীদের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা কমিটির আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আছাদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন আল হাসান মহিলা মাদ্রাসার সিনিয়র অধ্যক্ষ আঃ কুদ্দুস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ: অধ্যাপক মোঃ তরিকুল্লাহ,মোঃ কামাল হোসেন,মাওলানা আঃ আউয়াল,শিক্ষার্থী মোঃ ইমদাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্খীদেরকে ফুল দিয়ে বরন করা হয়।
|
|
|
|
|
|
|