চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
তারিথ
: ৩০-০৪-২০২০
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগ সভাপতি জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় জাহাঙ্গীর কবির বলেন, করোনার এই সংকট কালে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় তিনি চাটখিলের সাংবাদিকদের যে কোন বিপদে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তৈয়ব এর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ফারুক সিদ্দিকি ফরহাদ , কামরুল ইসলাম কানন, ইয়াসিন চৌধুরী,মাঈন উদ্দিন বাধন, আলা উদ্দিন,সাইফুল ইসলাম রিয়াদ, আনিস আহমেদ হানিফ, সিরাজুল ইসলাম হাসান,জাহাঙ্গীর আলম,মোঃ শাকিব, স্বপন পাটোয়ারী প্রমূখ অংশ নেন।
এসময় তিনি বলেন, আমি আমার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার মধ্যবিত্ত ও হত-দরিদ্র পরিবারের মানুষের জন্য রমজানের উপহার সামগ্রীর ব্যবস্থা করছি,যাহা অব্যাহত থাকবে।