পটুয়াখালীতে বেগম রোকেয়া পদক প্রাপ্ত কবি সালমা বেগমকে সংবর্ধনা
তারিথ
: ০৩-১১-২০১৮
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশ্ব বাঙ্গালী সম্মেলন বাংলাদেশ কর্তৃক ‘বেগম রোকেয়া পদক’ প্রাপ্ত কবি, কথা সাহিত্যিক, গীতিকার সমাজসেবিকা সালমা বেগমকে সংবর্ধনা প্রদান করেছেন পটুয়াখালী সাহিত্য সংসদের সদস্যরা। ০৩ নভেম্বর সকাল ১০টায় পটুয়াখালীর বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার দাশ গুপ্ত এর সভাপতিত্বে ‘বেগম রোকেয়া পদক’ প্রাপ্ত কবি, কথা সাহিত্যিক, সমাজসেবিকা সালমা বেগমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জাফর আহমেদ, বিশিস্ট নাট্যকার চিত্র শিল্পী গাজী মঈনউদ্দিন টারজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সম্মিলিত লেখক সমন্বয় পরষিদ পটুয়াখালীর সাবেক সভাপতি কামরুজ্জামান জেসমিন, এড. লক্ষী নারায়ন পাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, মাহফুজা ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, কালাম সিকদার, কাইয়ুম আহমেদ জুয়েল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি খলিলুর রহমান মোহন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে সাহিত্য চর্চার জন্য বাংলা একাডেমী করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য চর্চার জন্য ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি লেখিকা সালমা বেগমকেসহ সকল কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকারকে তাদের লিখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রেম আরও গতিশীল করার আহবান জানান।