বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সন্মেলন অনুষ্টিত
তারিথ
: ১৬-০৮-২০১৮
সদর (মৌলভীবাজার) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৬তম জেলা সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, অসাম্প্রদায়িক- বিজ্ঞানভিত্তিক, গণধারার শিক্ষার দাবি নিয়ে সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার এম সাইফুর রহমান মিলনায়তন প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা ও সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
দুপুরে এম সাইফুর রহমান মিলনায়তনে জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিলানী শুভ, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. রইসুজ্জামান, ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রণি পাল, কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি ফয়জুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি সীমান্ত পাল, মৌলভীবাজার শহর সংসদের সভাপতি পিনাক দেব, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি রেহনুমা রুবায়েত ও পতনঊষার আঞ্চলিক কমিটির আহবায়ক জ্যোতিষ মোহান্ত।
সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পরবর্তী নতুন জেলা কমিটি নির্বাচিত করা হবে।