প্রজন্ম হোকে সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ দিবসটি পালনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মহিলা বিষয়ক উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সনাক সনাক সভাপতি তাহমিন হক ববি প্রমুখ। সমাবেশে বক্তাগন নারী দিবসে নারীদের বিভিন্ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন।