এস,এম,স্বাধীন , শরীয়তপুর থেকে : আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পন্মা সেতু প্রকল্প পরিদর্শনে আগমন উপলক্ষে শরীয়তপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শরীয়তপুর সার্কিট হাউজে সদর উপজেলা আ’লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্নাসাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, প্রচার সম্পাদক ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান হামিদ সাকিদার, শ্রমবিষয়ক সম্পাদক আলী আজম মাদবর, স্বাস্থবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার,সদস্য ও আংগারীয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রাজ্জাক, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম,এ মজলিশ খান, সাধারন সম্পাদক সেলিম আকন, রুদ্রকর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী,পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, শৌলপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার , জেলা স্বেসেবকলীগের সভাপতি ও চিকন্দী ইউপি চেয়ারম্যান এনামুল মুন্সী, চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, মাহামুদপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান ঢালী, তুলাসার ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির, জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর, যুগ্নআহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল, প্রমূখ।
এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয় আওয়ামী লীগের সভপতি, সাধারণ সম্পাদক ও সদর পৌরসাভার বিভিন্ন ওয়াড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাজিরায় পন্মা ব্রিজ প্রকল্প পরিদর্শনে আগমন উপলক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।