জহিরুল ইসলাম,নবীনগর(ব্রাক্ষনবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাক্ষনবাড়িয়া পল্লী বিদুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানাজার মোঃ আবদুল ওয়ারিদ চাকুরী হতে অবসর জনিত কারনে বিদায় সংবর্ধনা রবি বার সকালে নবীনগর জোনাল অফিসে অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,নবীনগর জোনাল অফিসের ডিজিএম নীল মাধব বনিক,এজিএ কাজী মোঃ মহসিন,জুনিয়র ইঞ্জিনিয়ার আবু কাইয়ূম,জুনিয়র ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম,ওয়ারিং পরিদর্শন ইসমাইল হোসেন,ওয়ারিং পরিদর্শক নাজমুল হাসান,লাইমম্যান আকবর,দেলোয়ার প্রমুখ।সবাই বিদায়ী জেনারেল ম্যানাজার মোঃ আবদুল ওয়ারিদ স্যারের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে সভা সমাপ্তি করেন।