সীতাকুন্ড উপজেলা সি পি পির টিম লীডারদের ওয়ার্কসপ অনুষ্ঠিত
তারিথ
: ০১-০৭-২০১৯
সীতাকুন্ড প্রতিনিধি:
সীতাকুন্ড উপজেলা সি পি পির টিম লীডারদের ওয়ার্কসপ অনুষ্ঠিত। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সীতাকুন্ড উপজেলায় ৬৪ টি ইউনিটের টিম লিডারদের দিন ব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় । এতে চট্টগ্রাম জেলার আঞ্চলিক উপ পরিচালক মো: রুহুল আমিন , উপজেলা নবাগত টিম লিড্রা মো শাহাজানের সভাপতিত্বে ইউনিয়ন টিম লীডার মাষ্টার আবদুল মান্নানের সঞ্চালনায় সাবেক উপজেলা টিম লিডার নুরুল ইসলাম , ও সাবেক ইউ নিয়ন টিম লিডার ফেরদৌস আহম্মদ,নবাগত উপজেলা ডিপুটি টিম লিডার সাইফুল ইসলাম রনি,১০টি ইউনিয়নের টিম লিডার বক্তব্য রাখেন এবং দূর্যোগের প্রস্তুতিতে সরঞ্জাম সল্পতার কথা তুলে ধরেন । সেচ্ছায় সেবা দিতে মৃত্যুকে হাতে নিয়ে ঘূর্ণিঝড়ের সময় বাহির হলে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার দাবী জানান। উপ পরিচালক রুহুল আমিন দূর্যোগ কালিন প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানান। তিনি উপ পরিচালক ও সীতাকুন্ড উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ।