পীরগঞ্জে সোনামনি প্রি-ক্যাডেট কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
তারিথ
: ১৬-০২-২০১৯
মো.মুক্তার আলম,পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি:
১৪ ফেব্রুয়ারী জেলার পীরগঞ্জ উপজেলায় সোমামনি প্রি-ক্যাডেট কেজি স্কুলের ২৬ বছর উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান আলহাজ্ব মো.রুহুল আমীনের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় দিক নির্দেশনাূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহাবুব আলম, বিশেষ অতিথি উপজেলা প্রেসক্লাবের চেয়ারম্যান প্র্রভাতী খবরের জেলা প্রতিনিধি বিশিষ্ঠ সাংবাদিক এ্যাড.আজম রেহমান, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো.কামরুজ্জামান দুলাল, অভিভাবক সদস্য মো. মির্জা রুহুল আমিন চোখা, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর হিমু প্রমুখ। পরে বার্ষিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রী , শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালে তিনি ভারতের মালন ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষন শেষে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং গুরুত্বপূর্ন অবদান রাখেন। সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নজরুল ইসলামের বিদেহী আতœার শান্তি ও মাগফেরাত কামনা করে বিদ্যালয়টির উত্তোরত্তর সম্মৃদ্ধি কামনা করে দোয়া খায়ের করা হয়।