১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীমঙ্গল সাব রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার যোহরের নামাজের পর শ্রীমঙ্গল কলেজ রোডস্থ সাব রেজিষ্ট্রার কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। এসময় শ্রীমঙ্গল কার্যালয়ের সাব রেজিষ্ট্রার এ এইচ এম মোজাহিদুল ইসলাম,সহকারী মো:ফখরুল ইসলাম,দলিল লেখক সমিতির উপদেষ্টা মো: আব্দুল খালেক, সভাপতি মো: ছায়েদ আলী,সহ-সভাপতি ফজলুর রহমান,কার্যকরী সদস্য মো: লিটন আহমেদ, ছালেহ আহমেদ,অর্জুন ঘোষ,ফারুক আহমেদ,কুমুদ চন্দ্র সরকার,আব্দুস সালাম এসময় আরো উপস্থিত ছিলেন সাব রেজিষ্ট্রার কার্যালয়ের সরকারী কর্মকর্তা, কর্মচারী বৃন্দ প্রমুখ। একইদিনে শ্রীমঙ্গল রেল্ওয়ে স্টেশন প্লাটফরমে বিকাল ৩ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল শাখার উপজেলা,পৌর,ইউপি,রিক্সা শ্রমিক লীগে উদ্যোগে দোয়া মাহফিল ও পথশিশু,এতিমদের মাঝে খাবার বিতরন করেন নেতাকর্মী ও সদস্যবৃন্দরা।।