সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন
তারিথ
: ২০-১০-২০১৯
ত্রিশাল প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক ত্রিশাল বার্তা’র সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকাল ১১টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্টেন্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দেড় ঘন্টা ব্যাাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক বিশ্বের মুখপাত্র’র সম্পাদক ও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সহ সভাপতি এবিএম ইব্রাহিম খলিল রহিম,ময়মনসিংহ সংবাদ পত্র শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনম ফারুক, ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন,যমুনা টিভি ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহিদ,সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,এইচ এম জোবায়ের হোসাইন,বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জরুুল হক মুঞ্জ প্রমূখ।
মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)ত্রিশাল শাখা,বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখা,ত্রিশাল রিপোটার্সক্লাব,উপজেলা প্রেসক্লাব,নিউজ ক্লাব,রিপোটার্স ইউনিটি,অনলাইন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিবৃন্দ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য ত্রিশালের স্যানিটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানা ত্রিশালে ১৯ বছর যাবৎ চাকুরি করা ও ভেজাল বিরোধী প্রতিরোধের বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশিত হয় সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকায় ।সংবাদ প্রকাশের জের ধরে মঙ্গলবার(গত ১৫.১০.১৯ইং) ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৩নং আমলী আদালতে স্যানিটারি ইন্সপেক্টর জেসমীন সুলতানা বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন।