হবিগঞ্জ বানিয়াচঙ্গে আওয়ামী লীগ সরকারের সাফল্যের ১০ বছর উপলক্ষে বিশাল জনসভা
তারিথ
: ০৯-১০-২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি :
বর্তমান সরকারের সাফল্যের ১০ বছর উপলক্ষে বিশাল জনসভা করেছে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে শহীদ মিনারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচং শহীদ মিনারে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মাস্টার।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হুসেন খান, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ব্যারিস্টার এনামুল হক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া ও বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া প্রমুখ।
এসময় বক্তরা বলেন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকাকে ভোট দেবে।