কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি খাঁন বাড়ীর বেলায়াত মজলিস শরীফে ১৯তম মুহাম্মদী ধর্মের ভক্ত সাধকদের মহান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লিরা এসে জমায়েত হয় এবং সারারাত ধরে জিকির আজকারে মসবুল থাকেন। উক্ত সমাবেশে মাওলানা সোহরাব হোসেন আতিকী আল হাদীর সভাপতিত্বে বিশেষ আলোচনা করেন দাউদকান্দির আল্লামা হযরত মাহামুদুল হাসান,গুরুত্বপূর্ন আলোচনা করেন চান্দিনার আলেমে দ্বীন হযরত মুবীন আনোয়ারী, শানে অলি-আল্লাহ ও শানে রেছালাত পূর্ন আলোচনা করেন কচুয়ার আলেমে দ্বীন হযরত আব্দুল আউয়াল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুমিল্লার আর এস রেকর্ড অফিসার মোঃ আমান উল্লাহসহ,জাকির হোসেন,হুমায়ুন কবীর কাজল,হাসেম সরকার,মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসলাম ,নুরুল ইসলাম প্রমূখ। এ সময় তিতাস থানার এস আই মোস্তফা কামাল (সেকেন্ড অফিসার) সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ব্যাপি পরিদর্শনে ছিলেন।