গোবিন্দগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর ও আলোচনা সভা
তারিথ
: ১৮-০৯-২০১৮
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়ন সমিতির উদ্দ্যোগে ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ডায়াবেটিস মানব দেহের সবচে ক্ষতিকারক রোগ, এ রোগের কারনে মানুষের অনেক রোগের চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি হয়। বর্তমানে শতকরা ১৫-২০ জন মানুষ ডায়াবেটিস রোগে ভূগছে। এ রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। গোবিন্দগঞ্জে এ হাসপাতালটি স্থাপন হলে এ এলাকার ডায়াবেটিস রোগীদের আর দুরে যেতে হবে না। এ রকম মহতী উদ্যোগের কারনে রাখালবুরুজ ইউনিয়ন সমিতির কর্তৃপক্ষকে অভিনন্দন ও এ হাসপাতাল নির্মানসহ পরিচালনায় সকলের সহযোগিতার হাত বাড়ানো আহবান জানাচ্ছি। গত মঙ্গলবার দুপুর ২ টায় রাখালবুরুজ ইউনিয়ন সমিতির উদ্যোগে গোবিন্দগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন ৩২-গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। রাখালবুরুজ ইউনিয়ন সমিতির সভাপতি আব্দুল গনি সরকারের সভাপতিত্বে কাউন্সিলর শাহিন আকন্দের পরিচালনায় অনুষ্টিত ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম , সমাজ সেবক আলহাজ্ব নূর মোহাম্মদ খায়রুল বাসার নয়ন, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।