সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
তারিথ
: ০৬-০৯-২০১৮
সোলায়মান হোসেন রুবেল,নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সদর উপজেলা শাখার উদ্যোগে সারাদেশ ব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নেত্রকোনা সদর উপজেলার সভাপতি হামিদুর রহমান অভি, সাধারণ সম্পাদক চ্যানেল এস. এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রভাতী খবর ও দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধি সোলায়মান হোসেন রুবেল,আর টিভির প্রতিনিধি গজনবী বিপ্লব, সৈয়দ ওয়াসিউল্লাহ রাসেল, ডেইলী নেত্র সম্পাদক পাপ্পু মজুমদার, আসাদ তালুকদার, হাদিসউল্লাহ, শফিকুল ইসলাম কুদ্দুস সহ জেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।