নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের মতবিনিময় সভা
তারিথ
: ১৯-০৯-২০১৮
আজম রেহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
সদ্য যোগদানকৃত ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহা.মনিরুজ্জামানের সাথে জেলার সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পুলিশ সুপার অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মনসুর আলী , সহ- সভাপতি জাকির মোস্তাফিজ মিলু,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু , সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, রফিকুল ইসলাম , প্রথম আলোর মুজিবুর রহমান , ডেইলি স্টারের কামরুল ইসলাম রুবাইয়াৎ, এটিএন বাংলার ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস চাইলাউ মৃারমা , রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম,পীরগঞ্জ সার্কেলের সহকারী মোশফেকুর রহমান,ডিআইওয়ান নাজমুল আলম,ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ।
পুলিশ সুপার জেলার বিভিন্ন বিষয়ে আইন শৃক্সক্ষলা বাহিনীর করণীয় সম্পর্কে সাংবাদিকদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং জেলার উন্নয়ন ও মানুষের নিরাপত্তা প্রশ্নে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশ সুপারকে আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং পারষ্পরিক সহযোগীতা বহাল থাকার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।