ভাঙ্গায় নারী উন্নয়ন ফোরাম সক্রিয় কর্মশালা অনুষ্ঠিত
তারিথ
: ০৮-১১-২০১৮
মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম সক্রিয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেযারম্যান মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ফরিদপুরের পরিচালক এরাদুল হক,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্যামিনিটেটর আমিরুল ইসলাম খান,মনির হোসেন মজুমদার,আমিরুল ইসলামসহ ভাঙ্গার ১২ টি ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন ওয়ার্ডের মহিলা মেম্বরগন। উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যগন,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের নারীদের মধ্যে থেকে সরাসরি ভোটের মাধ্যমে একজন সহ-সভাপতি ,একজন সম্পাদক ,একজন কোষাদক্ষ এবং ৭ জন কার্য্যকারী সদস্যসহ মোট ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ সমুহের অংশগ্রহনে সেমিনার কক্ষে পৃথক ষান্মাষিক পর্যলোচনা সভা অনুষ্ঠিত হয়।