জেলা পর্যায়ে মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্বিতে আজ দিনব্যাপী কর্মশালা হয়েছে হবিগঞ্জে। বে সরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম বিএমএসএফ আয়োজিত এ কর্মশালাটি অনুষ্টিত হয় হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্বা কমান্ড কার্যালয় মিলনায়তনে। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের সিনিয়র নিউজ রুম এডিটর নাসরিন গীতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল। বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন। সনদপত্র বিতরনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাবান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও প্রথম আলোর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন প্রমুখ। কর্মশালায় জেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন।