শেরপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থী,শিক্ষক কমিউনিটি পুলিশিং সদস্য জনপ্রতিনিধি,ব্যবসায়ী,সাংবাদিকসহ সর্বস্তরের জনতার সাথে নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার তেরাবাজার মাদ্রাসার প্রাঙ্গনে শেরপুর জেলা পুলিশের আয়োজনে এ নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সম্প্রীতি সমাবেশে অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ।
গুজব প্রতিরোধ নাগরিক সমাবেশে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন,সাম্প্রতিক ভোলার ঘটঁনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এ ঘঁটনা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াতে না পারে সেদিকে শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলাসহ জনসচেতনা বৃদ্ধি করতে হবে । যারা গুজব রটায় যারা সমাজে দন্ধ সৃষ্টি করে যারা সমাজে মানুষ হত্যা করে তারা ইসলামের বন্ধু হতে পারেনা । যে মানুষ একজন মানুষ হত্যা করল সে সমগ্র মানব জাতিকে হত্যা করল । বাংলাদেশের প্রচলিত বিচারবিভাগের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করা হয়েছে । আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সমাবেশে সবার প্রতি আহবান করেন । তিনি আরও বলেন যারা নবী রাসুল (স.) নিয়ে কটুকতি করবে তাদেরকে আইনের আওতায় এনে রাষ্টের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করব । ঘোলা পানিতে মাছ শিকার কাওকে করতে দেওয়া হবেনা বলে তিনি হুশিয়ারী প্রদান করেছেন । সবাইকে সংযমী হওয়ার জন্য আহবান করেছেন । আগামী শুক্রবারে প্রত্যেক মসজিদে খুদবাআতে যারা গুজব রটায় ,যারা ফ্যাসাদ করে ,যারা মানুষ হত্যা করে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আলেমদেরকে অনুরোধ করেন এবং আলেম ওলামারা হাত তুলে সম্মতি প্রদান করেন ।
নাগরিক সম্প্রীতি সমাবেশে অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,নবাগত সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মর্কতা ফিরুজ আল মামুন,জেলা আইনজীবি সমিতি সভাপতি মোছাদ্দেক আলী ফেরদেীস,সাবেক পৌরকমিশনার মতিউর রহমান মতি ,সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন,পৌরসভার প্যানেল মেয়র মৃদুল ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সভাপতি নুর ইসলাম হিরু তেরা বাজার মাদ্রাসার শিক্ষক মিনহাজ উদ্দিন,তেরাবাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হযরত আলী, মাইসাহেবা জামে মসজিদ ইমামনাহেব মোনতাসিম বিল্লাহ, ,প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সহ স্থানীয় সাংবাদিক,শিক্ষক ,শিক্ষার্থী,ব্যবসায়ী উপস্থিত ছিলেন ।