গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনডিএফ কর্তৃক আদিবাসী ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) কাটাবাড়ী অফিস কার্যালয়ে উপজেলা আদিবাসি ফেডারেশনের সভাপতি রশেন কিস্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ইউনিয়ন ভূমি সহ-কারী অফিসার ,সাংবাদিক,সিবিওস্ লিডাস্ ও ভূমি সমস্যা জড়িত ব্যক্তিদের নিয়ে আদিবাসী ভূমি বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,এনডিএফ এর ট্রেনিং অফিসার মেসমাউল সরকার, কাটাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী রিয়াজ উদ্দিন,গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রধান,মহিলা মেম্বার রোকেয়া গিয়াস ,নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার লক্ষন মহন্ত ও নান্নু মিয়া প্রমূখ ।