কুমারখালী প্রতিনিধি : অমর কথা সাহিত্যক কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী দুই দিনব্যাপী অনুষ্ঠানের ১৩ নভেম্বর প্রথম দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়েছে বুধবার সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তভিটা কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে। মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি বুধবার পালিত হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে মীরের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর আলোচনা করেন প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট লেখক ও কলামিস্ট জনাব শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক জনাব মীর মাহাবুব উস সাদিক, কুমারখালী উপজেলার চাপড়া ইউপি চেয়ারম্যান জনাব মনির হাসান রিন্টু, কুষ্টিয়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল জনাব আলতাফ হোসেন, বাবলু জোয়ার্দার প্রমুখ। দ্বিতীয় পর্বে কুষ্টিয়ার শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।